স্বাধীনদেশ টেলিভিশন

ইউএই তে প্রাণ ব্র্যান্ডের পণ্যের বাজার সম্প্রসারণ আরো জোরদার করতে রেন্ট এ কার কোম্পানি ডলার এর সঙ্গে চুক্তি

সাইফুল ইসলাম তালুকদার

আরব আমিরাতে অসহায় বাংলাদেশী প্রবাসীদের পাশে দাড়িঁয়েছে বাংলাদেশের প্রাণ কোম্পানি। ইতোমধ্যে আরব আমিরাতে অসংখ্য প্রবাসীদের চাকুরীর কর্মসংস্থান করেছে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর)  সংযুক্ত আরব আমিরাত আজমান ফ্রি জোন প্রাণের প্রধান কার্যালয়ে প্রাণ  ব্র্যান্ডের পণ্যের বাজার সম্প্রসারণ আরো জোরদার করতে লজিস্টিক পার্টনার হিসেবে আন্তর্জাতিক রেন্ট এ কার  কোম্পানি ডলার এর সাথে চুক্তিতে আবদ্ধ হল প্রাণের ইউএই প্রতিনিধি ইমার্জিং ওয়ার্ল্ড এফ জেড সি কোম্পানি ।

উক্ত চুক্তির অধীনে ইমার্জিং ওয়ার্ল্ড কোম্পানি ডলার কোম্পানী থেকে দুইশত পঞ্চাশটি কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল গাড়ি নেওয়া হয়েছে। সেখানেও ড্রাইভারসহ বিভিন্ন কাজে প্রচুর বাংলাদেশী লোকদের নিয়োগ দেবে প্রাণ কোম্পানি।  বর্তমানে ইউএই এর মার্কেটে প্রাণ এর পন্যের ক্রমবর্ধমান চাহিদা বেড়েই চলছে । তারই ধারাবাহিকতায়  প্রাণ তাদের সরবরাহ এবং সেবার মান আরো উন্নত করার চেষ্টা করে যাচ্ছে ।

 এই চুক্তির মাধ্যমে প্রাণ তাদের পন্য সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য আরো আধুনিক সেবা প্রদান করতে সক্ষম হবে বলে জানান প্রাণ গ্রুপের ইমার্জিং ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহবুব। অনুষ্ঠানে কোম্পানির সিও  আবু বকর সিদ্দিকসহ ডলার কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন l

আরো সংবাদ