স্বাধীনদেশ টেলিভিশন

নৌবাহিনীর বার্ষিক কিরাত ও আযান প্রতিযোগিতা সম্পন্ন

বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক কিরাত ও আযান প্রতিযোগিতা খুলনা নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীর মসজিদে সমাপ্ত হয়েছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দেন।

এসময় খুলনা নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা এবং নৌসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরো জানায়, প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৮টি দল অংশ নেয়। বিএনডকইয়ার্ড দল সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং কমফ্লোট ওয়েস্ট দল রানার্স আপ হয়েছে। প্রতিযোগীদের মধ্য থেকে কিরাত প্রতিযোগিতায় বিএন ফ্লিটদলের এম ছিউল ইসলাম, এলএস প্রথম স্থান পায়।

অপরদিকে, আযান প্রতিযোগিতায় বিএনডকইয়ার্ড দলের এম সালাউদ্দিন, এইচএসজি-১ প্রথম স্থান পায়।

আরো সংবাদ