শারজাস্থ বাংলাদেশ সমিতির হল রুমে নবগঠিত শারজাহ ইউজ পার্টস বিজনেস ইউনিটির আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হাফেজ মো. মনসুরের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ আনোয়ারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নব গঠিত কমিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সমিতির যুগ্ম সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মাকিসুদ। এছাড়াও বক্তব্য রাখেন শহিদুল ইসলাম দীনু, নুরুল আবসার, ওসমান, আলমগীর, সহীদ, মোরশেদ, ইউসুফ, মো. আলী, সুজন, সাকিল, নাজীম, এহেসান প্রমুখ।
উক্ত মাহফিলে দ্বিতীয় পর্যায়ে নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সালাউদ্দীন কাদের বাপ্পী সঞ্চালনায় বক্তব্য রাখেন মোরশেদ চৌধুরী মাহবুব, হাসেম প্রমুখ।