স্বাধীনদেশ টেলিভিশন

কক্সবাজারে গুলি করে হাতি হত্যা

কক্সবাজারে ফের গুলি করে হাতি হত্যার ঘটনা ঘটেছে। কক্সবাজারের উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের চকরিয়া খুটাখালী বিটের কালাপাড়া এ ঘটনা ঘটে।


রোববার (৭ নভেম্বর) সকালে মৃত হাতিটি উদ্ধার করেছে ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ নভেম্বর) গুলি করে হাতিটি হত্যা করে হয়েছে। পরে ওইদিন রাতের অন্ধকারে হাতিটি মাটিচাপা দেয় সংঘবদ্ধ চক্র। হত্যার পর মাটিচাপা দেয়ার আগেই হাতির দাঁত উপড়ে নিয়ে গেছে তারা।


অভিযোগ উঠেছে, স্থানীয়রা হাতি হত্যার বিষয়টি তাৎক্ষণিক বনবিভাগের কর্মকর্তাদের জানালেও রহস্যজনক কারণে হাতি হত্যার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন সংশ্লিষ্টরা। পরে চারদিকে হৈ চৈ পড়ে গেলে হাতির মরদেহ উদ্ধারে নামে বন কর্মকর্তারা।
তবে হাতি হত্যা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করে ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তা ছৈয়দ জাকারিয়া একুশে পত্রিকাকে বলেন, রোববার ভোরেই হাতি হত্যার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা তৎপরতা শুরু করি।


তিনি বলেন, চিহ্নিত একটি চক্রের সদস্যরা হাতিটিকে গুলি করে হত্যা করেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম বলতে চাই না।

এ নিয়ে চলতি বছরেই কক্সবাজার জেলার উত্তর-দক্ষিণ বন বিভাগে ৫টি হাতি হত্যার তথ্য মিলেছে।

আরো সংবাদ