স্বাধীনদেশ টেলিভিশন

স্বেচ্ছাসেবী অসুস্থ, চীনের টিকার ট্রায়াল ব্রাজিলে স্থগিত

চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি করোনাভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছে ব্রাজিল। একজন স্বেচ্ছাসেবীর শরীরে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়ার পর ট্রায়াল স্থগিত করা হয়।

গত ২৯ অক্টোবর ওই স্বেচ্ছাসেবী অসুস্থ হন বলে ব্রাজিলের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া ট্রায়াল চলাকালে স্বেচ্ছাসেবীদের একজনের মৃত্যুও হয়েছে। তবে সেটা ভ্যাকসিনের কারণে না। খবর আল জাজিজার

গোপনীয়তার নীতির কারণে ওই স্বেচ্ছাসেবীর পরিচয় প্রকাশ করেনি ব্রাজিলের রেগুলেটরি বডি। এছাড়া তিনি কোথায় ভর্তি আছেন তাও প্রকাশ করা হয়নি।

ব্রাজিলে সিনোভ্যাকের এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল কতোদিনের জন্য স্থগিত করা হয়েছে- সে বিষয়ে স্পষ্ট করা হয়নি।

সিনোভ্যাকের এই টিকা বর্তমানে পরীক্ষামূলক প্রয়োগের একেবারে শেষ পর্যায়ে রয়েছে। ব্রাজিলে এই ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল সাও পাওলোর মেডিকেল রিসার্চ ইন্সটিটিউট বুটানটানের মাধ্যমে।

আরো সংবাদ