স্বাধীনদেশ টেলিভিশন

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী জয়

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন।

এস এম জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো. নাসির উদ্দিন সরকার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ ভোট। এছাড়া গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ মাছ প্রতীকে ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ওমর ফারুক ডাব প্রতীকে ৯১ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রার্থী মো. মহিববুল্লা বাহার বাঘ প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়েছেন।

তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান জানান তিনি।

রিটার্নিং অফিসার জানান, মোট বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। ভোটের শতকরা হার ১৪.১৮।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য হয়।

আরো সংবাদ