স্বাধীনদেশ টেলিভিশন

করোনা টিকার সম্ভাব্য দাম জানাল `মডার্না’

করোনাভাইরাস টিকার দিকে চেয়ে গোটাবিশ্ব। যে কয়টি টিকা ট্রায়ালের শেষপর্যায়ে রয়েছে, এরমধ্যে মার্কিন বায়োটেকনলিজ কোম্পানি মডার্নার একটি। ইতোমধ্যে কোম্পানিটি, ঘোষণা দিয়েছে নিজেদের টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর। এবার ঘোষণা দিয়ে টিকার দামেরও।

মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফেন ব্যানসেল জার্মান সাপ্তাহিক সংবাদমাধ্যম ওয়েল্ট অ্যাম সোনট্যাগকে বলেছেন, মডার্না প্রতি ডোজ টিকার জন্য সরকারের কাছ থেকে ২৫ থেকে ৩৭ ডলারের মধ্যে দাম নিতে পারে। তবে এটা নির্ভর করছে ক্রয়াদেশের পরিমাণের ওপর। খবর রয়টার্সের

অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় মডার্নার এক ডোজ টিকার দাম পড়ছে, প্রতি ডলার ৮৫ টাকা করে ধরে দুই হাজার ১২৫ থেকে তিন হাজার ১৪৫ টাকার মধ্যে।

স্টিফেন ব্যানসেল বলেন, আমাদের টিকায়ও ফ্ল-শট প্রায় একই ব্যয় হয়েছে। যা ১০ থেকে ৫০ ডলারের মধ্যে থাকতে পারে।

আরো সংবাদ