স্বাধীনদেশ টেলিভিশন

সৌদিতে বসবাসকারী সবাই বিনামূল্যে পাবে করোনা ভ্যাকসিন

সৌদি আরবে বসবাসকারী সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ারকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ‘সৌদি আরবে সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। আমরা আশা করছি, ২০২১ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে এই ভ্যাকসিন দিতে পারবো।’

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলি প্রতিদিনের করোনা ব্রিফিংয়ে বলেছেন, ‘ভ্যাকসিনগুলো নিরাপদ ও কার্যকর হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।’

প্রতিবেদন মতে, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজারের বেশি। মারা গেছেন ৬ হাজারের কাছাকাছি।

আরো সংবাদ