স্বাধীনদেশ টেলিভিশন

আলি এক্সপ্রেসসহ আরও ৪৩ চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ

ভারত সরকার চীনের শপিং ওয়েবসাইট আলি এক্সপ্রেসসহ দেশটির আরও ৪৩টি মোবাইল অ্যাপ বন্ধ করে দিয়েছে।

তথ্য প্রযুক্তি আইনের ৬৯ এ ধারায় এই মোবাইল অ্যাপগুলিকে নিষিদ্ধ করেছে দেশটির ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

বুধবার সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্র ও জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টিকারী কার্যকলাপে জড়িত থাকার জন্য এই অ্যাপগুলোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার থেকে প্রাপ্ত ব্যাপক প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ জারি করা হয়েছে।

আলিবাবা সংস্থার আলি এক্সপ্রেস ছাড়াও বন্ধ হওয়া অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ওয়েওওয়ারকিনা, ক্যামকার্ড এবং স্ন্যাক ভিডিওর মতো নামী অ্যাপও রয়েছে।

আগে লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনার রেশ ধরে এর আগে টিকটক, ইউসি ব্রাউজারসহ গত ২৯ জুন ৫৯টি এবং ২ সেপ্টেম্বর মোট ১১৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। সেগুলো সবই চীনা অ্যাপ বলে জানিয়েছিল কেন্দ্র।

আরো সংবাদ