স্বাধীনদেশ টেলিভিশন

ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন

আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

আর্জেন্টিনার প্রভাবশালী গণমাধ্যম ক্লারিন সর্বপ্রথম ম্যারাডোনার মৃত্যুর খবর জানায়। এরপর সিএনএন ব্রাজিল এবং স্পেনের কিছু গণমাধ্যম খবরটি নিশ্চিত করে।

মৃত্যুকালে ম্যারাডোনার বয়স হয়েছিলো ৬০ বছর। কয়েকদিন আগেই তার মস্তিষ্কে রক্তজমাট বাঁধায় জরুরি অস্ত্রোপচার করা হয়েছিলো। এ মাসের শুরুর দিকে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

বাসায় ফেরার দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ে অগ্রণী ভূমিকা পালন করেন ম্যারাডোনা। তার সেই ‘ঈশ্বরের হাত’ দিয়ে গোল এখনো সর্বকালের সেরা গোল হিসেবে স্বীকৃত। ক্লাব ক্যারিয়ারে তিনি মাঠ মাতিয়েছেন বোকা জুনিয়র্স, নাপোলি, বার্সেলোনার মতো ক্লাবগুলোর হয়ে।

আরো সংবাদ