স্বাধীনদেশ টেলিভিশন

ফুটবলেও থাকছে মাতৃত্বকালীন ছুটি

আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) নারী খেলোয়াড়দের জন্য মাতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়েছে। শুক্রবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্তানসম্ভবা একজন নারী খেলোয়াড়কে ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

ফিফা সভাপতি সাংবাদিকদের বলেছেন, নারী খেলোয়াড়দের ক্যারিয়ারে স্থিতিশীলতা থাকা দরকার এবং তারা যদি মাতৃত্বকালীন ছুটি পায় তাহলে তারা আর দুশ্চিন্তায় থাকবে না যে, আবার কখন খেলায় ফিরতে পারবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, খেলোয়াড়রাই ফুটবলের মূল আকর্ষণ। নারী ফুটবলারদের উজ্জ্বল ক্যারিয়ারের জন্য একটি স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের মাতৃত্বকালীন ছুটির প্রয়োজনের ব্যাপারে আমরা এ পদক্ষেপ নিয়েছি।

সন্তান জন্মের পর কমপক্ষে ৮ সপ্তাহ ছুটিতে থাকতে পারবেন ফুটবলাররা। তাদের ছুটি শেষ হলে ক্লাবগুলো পুনরায় তাদের নিতে বাধ্য থাকবে। এমনকি ছুটি শেষেও চিকিৎসা সরবরাহ করতে হবে ক্লাবগুলোকে।

আরো সংবাদ