স্বাধীনদেশ টেলিভিশন

মঙ্গলবার থেকে করোনা ভ্যাকসিন দিবে যুক্তরাজ্য

যুক্তরাজ্য মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে বলে জানিয়েছে দেশটির সরকার এবং স্বাস্থ্য কর্মকর্তারা। তারা আশা প্রকাশ করেছে যে ফিজার এবং বায়োনটেকের এই টিকা তাদের করোনাভাইরাসের সংকট থেকে উত্তরণে সহায়তা করবে।

যুক্তরাজ্যের এন এইচ এস প্রোভাইডারস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস হপসন শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা মঙ্গলবারের টিকা দেয়ার গুরুত্বপূর্ণ মূহুর্তের অপেক্ষায় আছি। ”

হপসন এক টুইটার বার্তায় বলেন, “যুক্তরাজ্য ৮ লাখ টিকার প্রাথমিক ব্যাচ পেয়েছে, যার ফলে বিশ্বের প্রথম দেশ হিসেবে এটি গণহারে কোভিড-১৯ টিকা দিতে সক্ষম হবে।”

বিবিসি জানিয়েছে, সাধারণ মানুষের দেহে ভ্যাকসিন প্রয়োগের আগে সব ধরণের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা সেরেছেন একাধিক বৈঠক। নির্দিষ্ট মাত্রায ভ্যাকসিন সংরক্ষণকেই চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

এরমধ্যেই ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা জনিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই আরো ৮ লাখ ভ্যাকসিন পাবে যুক্তরাজ্য। তবে সকল নাগরিকের জন্য ভ্যাকসিন পেতে, আরো অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ