স্বাধীনদেশ টেলিভিশন

অভিনেতা খলিলের মৃত্যুবার্ষিকী আজ

বরেণ্য অভিনেতা খলিল উল্লাহ খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। পাঁচ দশকের অভিনয়ের ক্যারিয়ারে প্রায় আটশ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

খলিল উল্লাহ খানের অভিনয়টা শুরু হয়েছিল টিভি নাটকের মধ্যদিয়ে। ‘গুণ্ডা’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৫৯ সালে ‘সোনার কাজল’ সিনেমাতে প্রথম অভিনয় শুরু করেন। এর আগে বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেন তিনি।

খলিল অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘প্রীত না জানে রীত’, ‘সংগম’, ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘ক্যায়সে কঁহু’, ‘জংলি ফুল’, ‘আগুন’, ‘পাগলা রাজা’, ‘মিন্টু আমার নাম’, ‘ওয়াদা’, ‘বিনি সুতার মালা’, ‘বউ কথা কও’, ‘কাজল’ প্রভৃতি।

৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করে গেছেন। অভিনয় জীবনে কখনও বিরতি নেননি। অভিনয় ছাড়া তিনি একটি মাত্র সিনেমা পরিচালনা করেছিলেন। তার পরিচালিত সিনেমাটির নাম- ভাওয়াল সন্ন্যাসী। একই সাথে দুটি সিনেমা প্রযোজনাও করেছিলেন খলিল। একটি সিনেমার নাম- সিপাহী। অপর সিনেমাটির নাম- এই ঘর এই সংসার।

খলিলের জন্ম সিলেটের কুমারপাড়ায় ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও ছিলেন।

আরো সংবাদ