স্বাধীনদেশ টেলিভিশন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ রাঙ্গুনিয়া মহিলা আওয়ামী লীগের

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের ইছাখালী এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি ইছাখালী এলাকা থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কসহ উপজেলা সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পলাশী মুৎসুদ্দী। সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর কাউন্সিলর নূর জাহান বেগম, জেসমিন আক্তার, ইয়াছমিন আক্তার, ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস।

আরও বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগ নেত্রী আঙ্কুরী বেগম, মর্জিনা বেগম, স্মৃতি তংচনংগা, সাবেরা বেগম, লক্ষি বড়ুয়া, রহিমা বেগম, দিলু আক্তার, তাহমিনা জান্নাত, শাহানাজ আক্তার, পারভীন আক্তার, শামসুন নাহার, রোকসানা আক্তার, আলিয়া আক্তার, শওকত আরা বেগম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা মো. শামসুদ্দিন, উপজেলা কৃষকলীগের সহ প্রচার সম্পাদক মনছুর উদ্দিন, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তৈয়বুল হক প্রমুখ।

সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাতের আঁধারে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দেয় দুর্বৃত্তরা।

আরো সংবাদ