স্বাধীনদেশ টেলিভিশন

অ্যালার্জি রয়েছে এমন ব্যক্তিদের ফাইজারের টিকা গ্রহণে সতর্কতা যুক্তরাষ্ট্রের !

শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া রয়েছে এমন ব্যক্তিদের বর্তমানে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নেওয়ার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ পরামর্শ দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

শরীরে অ্যালার্জির গুরুতর প্রতিক্রিয়া রয়েছে এমন আমেরিকানদের এ দফায় ফাইজারের কোভিড টিকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে এফডিএ। নিরাপত্তার দিক বিবেচনায় প্রয়োজনে এ ধরনের রোগীদের চিকিৎসদের সঙ্গে কথা বলে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন এফডিএ-এর পরিচালক ড. পিটার মার্কস। তিনি বলেন, ‘আমরা লোকদের বলছি যে, ভ্যাকসিন বা এর উপাদানগুলোর কোনও একটির সঙ্গেও যদি তাদের মধ্যে মারাত্মক অ্যালার্জি না ঘটে তবে তারা এটি গ্রহণ করতে পারে।’

এর আগে ব্রিটিশ কর্তৃপক্ষও এ টিকা নিয়ে একই ধরনের সতর্কতার কথা বলেছিল। দেশটিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ওই সতর্কতা জারি করা হয়। যাদের অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাদের ফাইজারের করোনা ভ্যাকসিন না নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা।

ভ্যাকসিন নেওয়াদের মধ্যে দুই জনের আগেই অ্যালার্জি ছিল। ইনজেকশন নেওয়ার পর তাদের শরীরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর ওই সতর্কতামূলক পরামর্শ দেয় কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের মেডিক্যাল ডিরেক্টর স্টিফেন পোইস জানান, অ্যালার্জিপ্রবণ দুই ব্যক্তির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তারা। তাদের সুস্থতার হারও স্বস্তিজনক। তবে আপাতত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অ্যালার্জির ইতিহাস আছে, এমন মানুষকে এই প্রতিষেধক দেওয়া যাবে না।

এখন দৃশ্যত যাদের অ্যালার্জির ইতিহাস রয়েছে তাদের ওপর ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্যকে অনুসরণ করছে যুক্তরাষ্ট্র।

এফডিএ-এর পরিচালক ড. পিটার মার্কস বলেন, প্রায় ১ দশমিক ৬ শতাংশ মানুষের কোনও খাবার বা কিছু পরিবেশগত দিক থেকে একই রকম কিংবা ভিন্ন রকমের মারাত্মক অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বহু মানুষ ভ্যাকসিন গ্রহণে সমর্থ হবে না; এটি নিশ্চয়ই আমাদের কাম্য নয়।

এদিকে শুক্রবার ফাইজারের নির্বাহীরা জানিয়েছেন, প্রায় ৪৪ হাজার স্বেচ্ছাসেবীর ওপর ব্যাপক আকারে ক্লিনিক্যাল ট্রায়ালের সময় মারাত্মক অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার কোনও ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয় যুক্তরাজ্য। পরে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়।

আরো সংবাদ