স্বাধীনদেশ টেলিভিশন

করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টিনে নেতানিয়াহু

প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গে ভোগায় এবার কোয়ারেন্টিনে গেলেন মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী শুক্রবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত তিনি কোয়ারেন্টিন পালন করবেন বলে জানা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসের বরাতে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৩ ডিসেম্বর) এবং সোমবার (১৪ ডিসেম্বর) নেতানিয়াহুর করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও দুই দিনই তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এরপরও তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, ইহুদি রাষ্ট্র ইসরায়েলে এখন পর্যন্ত ৩ লাখ ৫৯ হাজার ৫০৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৪ জন।

আরো সংবাদ