স্বাধীনদেশ টেলিভিশন

দক্ষিণ আফ্রিকায় করোনায় বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় আব্দুল্লাহ আল মামুন জুয়েল (৩৮) নামে এক বাংলাদেশি মারা গেছেন। বুধবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটির পোর্ট এলিজাবেথের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জুয়েলের সহকর্মীরা জানিয়েছেন, তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েক সপ্তাহ ধরে পোর্ট এলিজাবেথের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়েছে।

চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকায় আরও এক বাংলাদেশি করোনায় মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত ৫০ জন প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও অন্তত ৪০ জন বাংলাদেশি। বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো সংবাদ