স্বাধীনদেশ টেলিভিশন

এ আর রহমানের মা আর নেই

ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের মা করীমা বেগম মারা গেছেন।  বিষয়টি নিশ্চিত করে এ আর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে মায়ের সঙ্গে একটি ছবিও দিয়েছেন উপমহাদেশের সারাজাগানো এই শিল্পী।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এ আর রহমান সোমবার তার মায়ের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন এবং তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এ আর রহমানের মা শারীরিকভাবে অসুস্থ ছিলেন।  চেন্নাইর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই সোমবার তার মৃত্যু হয়।

চলতি বছরে করোনাতেও আক্রান্ত হয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমানের মা।  পরে তিনি সেরেও উঠেছিলেন। বার্ধক্যজনিত কারণে করীমা বেগমের মৃত্যু হয় বলে জানা গেছে।

করীমা বেগমের বিয়ে হয়েছিল ভারতের প্রখ্যাত গীতিকার রাজাগোপালা কুলাশেখরানের সঙ্গে।

এ আর রহমান তার মায়ের খুবই ভক্ত ছিলেন। একাধিক অনুষ্ঠানে মায়ের কথা বলেছেন।  কিছুদিন আগে এ আর রহমান এক সাক্ষাৎকারে তার মাকে নিয়ে বলেছিলেন, ‘সংগীত ছিলো আমার মায়ের খুব প্রিয়। সহজাত প্রবৃত্তিতে তিনি সংগীতকে হৃদয়ে ধারণ করেছিলেন। যেভাবে তিনি চিন্তা করেন এবং সিন্ধান্ত গ্রহণ করেন তাতে স্পষ্ট যে তিনি আমার চেয়ে আধ্যাত্মিকভাবে অনেক উঁচুতে। ‘

আরো সংবাদ