স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র দায়িত্ব নিলেন সাইফুল আবেদীন

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার পদে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল সাইফুল আবেদীন।

তিন বছর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্বে থাকা সাইফুল আবেদীন গত ৩১ ডিসেম্বর নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন।

আজ রোববার (৩ জানুয়ারি) চট্টগ্রাম সেনানিবাসের সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে চট্টগ্রামে ২৪ পদাতিক ডিভিশনের সদ্যবিদায়ী জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমানকে করা হয়েছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডকের) নতুন জিওসি। একইসঙ্গে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন।

১৯৮৬ সালে ১৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স শেষ করেন সাইফুল আবেদীন। ওই বছরের ২৫ ডিসেম্বর সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য তিনি ‘সোর্ড অব অনার’ এবং একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য ‘ওসমানী স্বর্ণপদক’ অর্জন করে কমিশন পান।

বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রশিক্ষক এবং ব্যাটালিয়ন কমান্ডার, ৭১ মেকানাইজড ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টার এর কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদেও দায়িত্ব পালন করেন মেজর জেনারেল সাইফুল আবেদীন।

মেজর জেনারেল সাইফুল আবেদীন পার্বত্য চট্টগ্রামে দীর্ঘসময় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। ২০৩ পদাতিক ব্রিগেডের জেনারেল স্টাফ অফিসার (গ্রেড-৩) এবং ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরুপ সেনাবাহিনীর ‘বিশিষ্ট সেবা পদক’ এবং ‘সেনা গৌরব পদক’ অর্জন করেন তিনি।

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নেন মেজর জেনারেল সাইফুল আবেদীন। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি তিনি কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি থেকে ‘চ্যান্সেলরস এ্যাওয়ার্ড’ সহ এমবিএ সম্পন্ন করেন।

বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএচইডি গবেষণারত মেজর জেনারেল সাইফুল আবেদীন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন অফিসার হিসেবে কুয়েতে এবং চিফ অব স্টাফ হিসেবে আইভরিকোস্টে তিনি দায়িত্ব পালন করেন।

মেজর জেনারেল সাইফুল আবেদীনের স্ত্রী ফাতেমা-তুজ-জোহরা পেশায় চিকিৎসক। তারা এক মেয়ে ও এক ছেলের বাবা-মা।

আরো সংবাদ