স্বাধীনদেশ টেলিভিশন

করোনায় মেয়র প্রার্থীর মৃত্যু!

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার স্বতন্ত্র মেয়রপ্রার্থী আমজাদ হোসেন সরকার।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, আমেরিকা প্রবাসী এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা যায়, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ১৫ দিন আগে হাসপাতালে ভর্তি হন আমজাদ হোসেন সরকার। সেখানে করোনা পরীক্ষায় তৃতীয় দফায়ও রিপোর্ট পজিটিভ আসে।

টানা ৪ বার সৈয়দপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন আমজাদ হোসেন সরকার। তিনি নীলফামারী-৪ আসনের সংসদ সদস্যও ছিলেন।

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনের মেয়র প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আমজাদ হোসেন।

এদিকে তার মৃত্যুর কারণে পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। খুব শিগগিরই নতুন করে পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলে জানান সহকারী রিটার্নিং ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।

আরো সংবাদ