স্বাধীনদেশ টেলিভিশন

জয়ে জনপ্রিয়তার প্রমাণ দিলেন আলোচিত কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাটে বিপুল জনপ্রিয়তার প্রমাণ দিলেন আলোচিত প্রার্থী আবদুল কাদের মির্জা। ইভিএমের প্রথম ফলটাও এলো তার পক্ষে। প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই হলেও, দলীয় স্থানীয় রাজনৈতিক নেতাদের সমালোচনা করে নির্বাচনের পুরোটা সময় মাঠ গরম রেখেছিলেন তিনি।

নৌকা প্রতীকে আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট।

এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এ নির্বাচনে জয় পাওয়ার সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে বরণ করে নেয়। জবাবে আবদুল কাদের মির্জা তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এ সময় কিছু কর্মীর নাম উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আরো সংবাদ