স্বাধীনদেশ টেলিভিশন

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলো বাংলাদেশ

করোনার কারণে থেমে থাকার প্রায় এক বছর পর মাঠে ফিরল টাইগাররা। বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সাকিব ও অভিষিক্ত হাসান মাহামুদের বোলিং তাণ্ডবে ১২২ রানে শেষ হয় ক্যারিবীয়ানদের ইনিংস।

মাত্র ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই হচ্ছিলো বাংলাদেশের। ১৩.২ ওভারে পর্যন্ত কোন উইকেট পড়েনি। তবে ৪৭ রানের মাথায় লিটন দাসকে ফেরান আকিল হোসেইন। ৩৮ বল খেলে ২ চারের সাহায্যে ১৪ রান করেন লিটন।

এরপর ১ রান করা নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়েছেন তিনি। তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে জেসন মোহাম্মদের হাতে ক্যাচ দিয়েছেন। জেসনের বলে ব্যক্তিগত ৪৪ রানে স্টাম্পিং হয়ে আউট হন তামিম। ৬৯ বলে ৭ চারে ৪৪ রান করা তামিম ৬ রানের জন্য হাফ-সেঞ্চুরি না করা আক্ষেপ নিয়ে ফিরে যান।

এরপর আকিলের তৃতীয় শিকার হন সাকিব। ৪৩ বলে ১ চারের সাহায্যে ১৯ রান করেন। তবে মুশফিক (১৯) ও মাহমুদউল্লাহ (৯) দেশে শুনে খেলে জয় তুলে নেয় বাংলাদেশ। মাত্র ৩৩.৫ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১২৫ রান করে বাংলাদেশ। ৬ উইকেটে জয় পায় টাইগাররা।

এর আগে এর আগে এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। শুরুতেই ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙেন দ্য ফিজ। সহ-অধিনায়ক সুনিল অ্যামব্রিসকে এলবির মাধ্যমে প্রথম শিকার বানান মুস্তাফিজ। আউট হওয়া অ্যামব্রিস ৫ বলে করেছেন ৭ রান।

তবে বৃষ্টির কারণে ম্যাচ শুরুর মাত্র ১৮ মিনিট পরই বন্ধ থাকে খেলা। বৃষ্টি কমলে মাঠে খেলা গড়ালে মুস্তাফিজের হাতে ফের ধরা দেয় ক্যারিবীয়দের দ্বিতীয় উইকেট। লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ৯ রানে ঘরে ফেরেন জশুয়া ডা সিলভা। অধিনায়ক জেসন মোহাম্মদ ও আন্দ্রে ম্যাকার্থির ব্যাটে আগাচ্ছিল সফরকারীরা।

এরপর সাকিব বোল্ড করে আন্দ্রে ম্যাকার্থিকে (১২) ঘরে ফেরান। ফের সাকিবের আঘাত। মুশফিকের কাছে ক্যাচ বানিয়ে ফেরালেন জেসন মোহাম্মদকে। ১৭ রানে মাঠ ছাড়লেন ক্যারিবীয় অধিনায়ক। আব্রো সাকিব এবার তার শিকার এনক্রুমাহ বোনার(০)।

পরবর্তীতে আঘাত হানেন অভিষিক্ত হাসান মাহমুদ। অভিষেকেই পরপর তুলেনিলেন ৩ উইকেট। দুই ক্যারিবীয় ব্যাটসম্যান রভম্যান পাওয়েল(২৮) ও রেয়মন রেইফারকে(০) বিদায় করেন। জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। শেষপর্যন্ত হ্যাটট্রিক হয়নি। এরপর নিজের ৬ষ্ঠ ওভারে হাসান মাহমুদ ১ রানে তুলে নেন আকেল হোসেনকে।

এরপর মেহেদি মিরাজের আঘাত। শেষ উইকেটটি নেন সাকিব। ৩৩.২ ওভাবে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজেই ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১২২/১০ (ওভার ৩২.২) (কাইল মায়ার্স ৪০, রভম্যান পাওয়েল ২৮, জেসন মোহাম্মদ ১৭, সাকিব ৪/৮, হাসান মাহুমদ ৩/২৮. মুস্তাফিজুর রহমান ২/২০)

বাংলাদেশ : বাংলাদেশ: ৫৭/২ (১৬ ওভার) (তামিম ৪৪, লিটন ১৪, শান্তু ১, সাকিব ১৯, মুশফিক ১৯* মাহমুদউল্লাহ ৯*, আকিল হোসেইন ৩/২৬, জ্যাসন মোহাম্মদ ১/১৯)।

ফলাফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, জসুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, জ্যাসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জাহমার হ্যামিলটন, রেমন্ড রেইফার, আলজারি জোসেফ ও চিমার হোল্ডার।

আরো সংবাদ