স্বাধীনদেশ টেলিভিশন

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে বোলিংয়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ওয়ানডের মত এবারও প্রথমে ব্যাট করবে ওয়েস্ট ইন্ডিজ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ’-এর ওয়ানডে ফরম্যাটের দ্বিতীয় ম্যাচ।

প্রথম ম্যাচে সাকিব আল হাসানের বোলিং নৈপুণ্যে ৬ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছিলো বাংলাদেশ। ৭ দশমিক ২ ওভার বল করে ৮ রানে ৪ উইকেট নেন সাকিব। এছাড়া অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার হাসান মাহমুদ ২৮ রানে ৩টি ও মুস্তাফিজুর রহমান ২০ রানে ২ উইকেট নেন।

প্রথম ম্যাচের একাদশ নিয়ে এ ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। চিমার হোল্ডারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ডান-হাতি অফ-স্পিনার কেজর্ন ওটলি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, জসুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), আন্দ্রে ম্যাকার্থি, কাইল মায়ারস, এনক্রুমার বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলজেরি জোসেফ, আকিল হোসেন ও কেজর্ন ওটলি।

আরো সংবাদ