স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, নারী আটক

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বংশালপাড়া এলাকার একটি বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

আজ শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ওই বাড়িতে অভিযান চালিয়ে দুটি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মেহেরুন নেসা মুক্তা নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, ‌পাঠানটুলীতে বংশাল পাড়ায় গুলিবষর্ণের ঘটনার পর পুলিশ অস্ত্রের উৎসের সন্ধানে অভিযানে নামে। আজ রাত ২টায় অভিযান চালিয়ে বংশালপাড়া এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছি। সেখান থেকে দুটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছি। অস্ত্র উদ্ধারের ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ