স্বাধীনদেশ টেলিভিশন

হাঙ্গেরিকে ৫ হাজার ডোজ করোনার টিকা দেবে বাংলাদেশ, বলিভিয়াও চেয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে করোনার টিকা চেয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও চেয়েছে। স্টক থেকে হাঙ্গেরিকে পাঁচ হাজার ডোজ টিকা দিবে বাংলাদেশ। বলিভিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান শাহরিয়ার আলম।

টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যাতে এই আইন প্রয়োগ করা হয়। ভ্যাকসিন নিয়ে কী রকম রটনা করছে।’

বাংলাদেশ ইতোমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৫০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এনেছে। ভারত উপহার হিসেবে পাঠিয়েছে আরো ২০ লাখ ডোজ টিকা। রাজধানীতে ইতোমধ্যে কিছু মানুষকে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশে এখন প্রায় ৭০ লাখ ডোজ টিকা আছে।

আরো সংবাদ