স্বাধীনদেশ টেলিভিশন

কেটে গেছে ভয়, টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে

কেটে গেছে করোনা টিকা গ্রহণের ভয়, দিনেদিনে বাড়ছে আগ্রহ। করোনাভাইরাসের টিকাদানের তৃতীয়দিনে লক্ষাধিক মানুষ টিকা নিয়েছেন। সারাদেশে কেন্দ্রগুলোতে ছিল প্রবীণদের উল্লেখযোগ্য উপস্থিতি। রাজধানীর হাসপাতালগুলোর টিকাকেন্দ্রে মানুষের মধ্যে বেশ উদ্দীপনা দেখা গেছে।

সম্মুখযোদ্ধা, ৫৫ বছরের বেশি বয়সীসহ ১৫ শ্রেণিপেশার মানুষ প্রথম ধাপে টিকা পাচ্ছেন।

সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচির তৃতীয়দিন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন এক লাখ এক হাজার ৮২ জন। দ্বিতীয়দিন নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন।প্রথমদিন নিয়েছিলেন ৩১ হাজার ১৬০ জন।

এর আগে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনে টিকা দেওয়া হয় ২৬ জনকে।

সারাদেশে টিকাদানের প্রথমদিন কর্মসূচি উদ্বোধনের পর টিকা নেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিব-বিচারপতিসহ রাষ্ট্রের শীর্ষ স্থানীয় ব্যক্তিরা।টিকা নেয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি উল্লেখ করে তারা সকলকে টিকা নিতে আহ্বান জানান।

দ্বিতীয় দিনে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের কর্মকর্তা, মন্ত্রী, এমপিসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তারা টিকা নিয়েছেন।

সারাদেশে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন এক লাখ ৭৯ হাজার ৩১৮ জন।এরমধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে মাত্র ২০৭ জনের।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ এক হাজার ৮২ জন। এদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন এবং নারী ২৬ হাজার ৪৯৬ জন। ঢাকা বিভাগে ২৫ হাজার ২২০ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন ও সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন রয়েছেন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে। রাজধানী ঢাকাতে ৫০টি হাসপাতালে ২০৪টি টিম কাজ করবে। এবং সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করবে। এক হাজার পাঁচটি হাসপাতালে মোট ২ হাজার ৪০০টিম কাজ করবে।

এছাড়াও ভ্যাকসিন বিষয়ক কার্যক্রমের জন্য টিম প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি। তবে আপাতত ২ হাজার ৪০০ জনকে দিয়ে কালকের কর্মসূচি শুরু হয়েছে।

আরো সংবাদ