স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে নতুন করে ৭৫ জনের করোনা

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়এক হাজার ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৭৫ জনের, এসময় করোনায় কারো মৃত্যু হয়নি।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৬০ জন এবং উপজেলায় ১৫ জন।  এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৬৬১ জন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭২টি নমুনা পরীক্ষা করে ১১ জনের ও বিআইটিআইডি ল্যাবে ৮১৫ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।  বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে ১২ জনের ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫২টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষা করে ১টি নমুনা পজিটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৬টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরো সংবাদ