স্বাধীনদেশ টেলিভিশন

দুবাই ফিরতে প্রবাসীদের অনুমতি নেওয়া লাগবে না

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাসিন্দাদের ফিরে আসতে আর জেনারেল ডিরেক্টরি অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফ) থেকে অনুমোদনের দরকার নেই বলে জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্সের কল সেন্টার। ফলে এখন থেকে প্রবাসীদের দুবাই ফিরতে কোনো অনুমতি নেওয়া লাগবে না।

স্থানীয় পত্রিকা খালিজ টাইমস তাদের নিউজে একথা জানায়। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই ফিরে আসা গ্রাহকের কাছে একটি ইমেইলে উল্লেখ করা হয়েছে, দুবাইয়ের আবাসিক ভিসাধারীদের অনুমোদনের দরকার নেই।

এটি ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে কার্যকর হয়েছে। এর আগে, দুবাইয়ের সব বাসিন্দাদের আমিরাতে ফিরে আসতে জিডিআরএফএ অনুমোদনের প্রয়োজন ছিল।

এমিরেটস এয়ারলাইন্সের একজন নির্বাহী বলেন, দুবাইয়ের বাসিন্দাদের শহরে ফিরে আসতে জিডিআরএফের দরকার নেই। ৭২ ঘণ্টার ভেতরের করোনা নেগেটিভ পরীক্ষার সনদ থাকলেই হবে।

আরো সংবাদ