স্বাধীনদেশ টেলিভিশন

হোপ প্রোবের সাফল্যে আমিরাতকে অভিনন্দন জানালেন তুরস্ক

সংযুক্ত আরব আমিরাতের হোপ প্রোব মিশনের সাফল্যের জন্য শুভ কামনা করে দেশটির বিজ্ঞান বিষয়ক প্রতিমন্ত্রী সারা বিনতে ইউসুফ আল আমিরিকে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা বারানক। এক টুইট বার্তায় মোস্তফা বারানক বলেন, ‘এ মিশনে সংযুক্ত আরব আমিরাতের সাফল্য, যার উপর তারা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে আসছে, তা মূল্যায়নের যোগ্য। অভিনন্দন!’

তিনি আরও বলেন, ‘মহাকাশের প্রতিটি নতুন আবিষ্কারে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর, বিশ্ব শান্তির স্বার্থকে পরিবেশন করার সম্ভাবনা রয়েছে।’

অন্যদিকে আমিরাতের বিজ্ঞান বিষয়ক প্রতিমন্ত্রীও তুরস্ককে ধন্যবাদ জানিয়ে তাদের মহাকাশ মিশনের জন্য সফলতা কামনা করেন। প্রতিমন্ত্রী টুইট বার্তায় বলেন, ধন্যবাদ তুরস্ককে। আমরা এটা বিশ্বাস করি যে মহাকাশ অনুসন্ধান সবসময় সম্পর্ক তৈরি এবং আমাদের সম্মিলিত মানবিক বোধগম্যতা বৃদ্ধির একটি মাধ্যম।

তিনি আরও বলেন, ‘তুরস্ক ২০২৩ সালের মহাকাশ মিশন সফল হলে, এ অনুসন্ধানে অঞ্চলগুলোর অবদান বৃদ্ধি পাবে।’

আরো সংবাদ