স্বাধীনদেশ টেলিভিশন

মো. ফরিদ আহমদ চৌধুরী আর নেই

বাংলাদেশ বেতারের প্রাক্তন নিউজ কন্ট্রোলার মো. ফরিদ আহমদ চৌধুরী  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ফরিদ আহমদ চৌধুরী বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

আজ শুক্রবার বাদে আসর রাউজান উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে উরকিরচর বাকর চৌধুরী বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ফরিদ আহমদ চৌধুরী পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে রেফারেন্স কর্মকর্তা হিসেবে যোগ দেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তথ্য মন্ত্রণালয়ের অধীন রেডিও বাংলাদেশ সর্বোচ্চ পদ নিউজ কন্ট্রোল পদ থেকে অবসর নেন। এর আগে ১৯৭৮ সালে তিনি দুবাই থার্টি থ্রি টিভির সাবেক সহকারী বার্তা প্রধান, বাংলাদেশ বেতারের নিউজ কন্টোলার ও চট্টগ্রাম বেতারের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি  দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। ৬ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।

তিনি এ্যাকশান এইডের থাইল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর তৌহিদ ইবনে ফরিদ ও জাহেদ, রাশেদ এবং খালেদের বাবা।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ