স্বাধীনদেশ টেলিভিশন

যে দশ দেশের যাত্রীদের আবুধাবি ভ্রমণে কোয়ারেন্টাইন লাগবে না, নেই বাংলাদেশের নাম

এবার ‘সবুজ তালিকার’ দেশের নাম প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। তালিকায় থাকা দশটি দেশের নাগরিকরা আমিরাতের রাজধানী আবুধাবিতে এসে কোয়ারেন্টাইন ছাড়াই অবস্থান করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও পর্যটন দপ্তর – আবুধাবি’র (ডিসিটি আবুধাবি) প্রকাশ করা তালিকার দেশগুলোর নাগরিকরা আবুধাবিতে অবতরণের পর পৃথক ব্যবস্থা থেকে ছাড় দেওয়া হবে। সেক্ষেত্রে তাদের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর শুধু পিসিআর টেস্টিংয়ের প্রয়োজন হবে।

‘সবুজ তালিকা’য় অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করে হালনাগাদ করা হবে বলে জানা গেছে। মূলত আমিরাতের নাগরিকদের স্বাস্থ্য ও সুরক্ষার কঠোর মানদণ্ড বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৩ ফেব্রুয়ারি প্রকাশ করা সবুজ তালিকায় স্থান পাওয়া দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই, চীন, গ্রিনল্যান্ড, হংকং (এসএআর), আইসল্যান্ড, মরিশাস, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর।

আরো সংবাদ