স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে আরো ২ হাজার ২৬০ রোহিঙ্গা

কক্সবাজারের রোগিঙ্গা শিবির থেকে চট্টগ্রাম হয়ে পঞ্চম দফায় আরো দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে।

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে তারা চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা নয়ন।

চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব থেকে নৌবাহিনীর ছয়টি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশে রওনা দেন। রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার পুরো বিষয়টি তদারকি করছে নৌবাহিনী।

২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জনকে স্থানান্তর করা হয়। আর চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় স্থানান্তর করা হয় ৩ হাজার ২৪২ জনকে। ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় আরও দুই হাজার ১০ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেন।

আরো সংবাদ