স্বাধীনদেশ টেলিভিশন

যে কারণে পিসিবিকে ধুঁয়ে দিলেন শোয়েব

হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ, তাতে বৃহস্পতিবার স্থগিত ঘোষণা করা হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

জৈব সুরক্ষা বলয়ে থাকা সত্ত্বেও সাত জন আক্রান্ত হওয়ায় অদক্ষ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুঁয়ে দিলেন সাবেক পেস তারকা শোয়েব আখতার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন তিনি।

বোর্ড সভাপতি এহসান মানি ও মেডিক্যাল প্যানেলের শাস্তি দাবি করেছেন শোয়েব। তার মতে, প্রধান নির্বাহী ওয়াসিম খানকে বলির পাঁঠা বানিয়েছে বোর্ড। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তার ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওতে অসন্তোষ প্রকাশ করেন, ‘আপনারা (পিসিবি) মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন এবং একই সময়ে দেশের সুনাম নিয়েও খেলা করছেন। পিসিবির চেয়ারম্যান কোথায়, কোথায় মানি? সামনে আসুন, জবাব দিন। পিএসএল চালিয়ে আপনি পাকিস্তানের সুনাম নষ্ট করছেন। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীকে বলছি, এ বিষয়ে হস্তক্ষেপ করুন দয়া করে। এটা পাকিস্তান ও পাকিস্তান ক্রিকেটের জন্য অপমানজনক।’

মেডিক্যাল প্যানেলের বিরুদ্ধে শক্ত হাতে তদন্তের দাবি জানালেন শোয়েব। তাদের ছেড়ে দেওয়া উচিত নয় বললেন তিনি, ‘এখন দোষ দেওয়ার খেলা চলছে। কিন্তু স্বীকার করতে হবে যে এর জন্য মেডিক্যাল প্যানেল দায়ী এবং জৈব সুরক্ষা বলয় ঠিকঠাক রাখা উচিত ছিল। এই মেডিক্যাল প্যানেলকে ছেড়ে দেওয়া যাবে না। সব দোষ এখন ওয়াসিম খানকে দেওয়া হচ্ছে এবং তাকে জবাবদিহি করতে হচ্ছে। পিসিবি যে অদক্ষ কোনও সন্দেহ নেই এবং একমাত্র ওয়াসিম খান যৌক্তিক। শুধু তিনিই পাকিস্তান ক্রিকেটের ভালো চান।’

আরো সংবাদ