স্বাধীনদেশ টেলিভিশন

ফেব্রুয়ারিতে সীমান্ত থেকে ১ লাখ অভিবাসীকে আটক করে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত থেকে গত ফেব্রুয়ারিতে এক লাখ অভিবাসীকে আটক করেছে মার্কিন সীমান্ত এজেন্টরা।

২০১৯ সালের মাঝামাঝিতে সীমান্তে অভিবাসীদের ঢল নামার পর এটিই সর্বোচ্চ আটকের সংখ্যা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

আটকের এই সংখ্যা এর আগে প্রকাশ করা হয়নি। এমন এক সময় এসব আটকের খবর এসেছে, যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নিয়ন্ত্রণের নীতি থেকে সরে আসতে চেষ্টা করে যাচ্ছেন তার উত্তরসূরি জো বাইডেন।

আটকদের মধ্যে বড় একটা সংখ্যক শিশুও আছে। তারা বাবা-মা কিংবা বৈধ অভিভাবক ছাড়াই সীমান্তে এসেছে। এতে তাদের আশ্রয় দিতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন কর্মকর্তাদের।

জানুয়ারিতে এই অভিবাসী আটকের সংখ্যা ছিল ৭৮ হাজার।

যুক্তরাষ্ট্রের কাস্টামস ও বর্ডার প্রটেকশনের মুখপাত্র বলেন, গত মাসের আনুষ্ঠানিক পরিসংখ্যান পরবর্তী মাসে প্রকাশ করা হবে।

বুধবার মার্কিন ও মেক্সিকো সীমান্ত থেকে সাড়ে চার হাজার অভিবাসীকে আটক করে যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল এজেন্টরা।

ট্রাম্পের কট্টর অভিবাসী নীতি থেকে সরে আসতে চাওয়ায় বাইডেনের সমালোচনা করেছেন রিপাবলিকানরা। তারা বলেন, এতে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা বাড়বে।

এ বিষয়ে আলোচনা করতে একটি বৈঠকে বসতে প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের নেতা কেভিন ম্যাকার্থি শুক্রবার বাইডেনকে একটি চিঠি দিয়েছেন। তিনি বলেন, সীমান্তে বাইডেন প্রশাসনের পদক্ষেপে আমি মারাত্মক উদ্বিগ্ন।

আরো সংবাদ