স্বাধীনদেশ টেলিভিশন

স্বর্ণের দাম আরেক দফা কমেছে

টানা তৃতীয়বারের মতো দাম কমেছে স্বর্ণের। এ দফায় দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৪১ টাকা কমানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।

বুধবার থেকে দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য ২২ ক্যারেটের প্রতি ভরি ৬৯ হাজার ১০৯ দশমিক ২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৫ হাজার ৯৫৯ দশমিক ৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৭ হাজার ২১১ টাকা।

এছাড়া ১০ মার্চ থেকে সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ৪৬ হাজার ৮৮৯ টাকা। মঙ্গলবার পর্যন্ত যার দাম ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা। এখানেও প্রতি ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১টাকা। স্ব‌র্ণের দাম কম‌লেও রূপার পূর্বনির্ধা‌রিত দাম বহাল রয়েছে।

আরো সংবাদ