স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রাম-সিলেট রুটে উড়ল বিমানের প্রথম ফ্লাইট

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে আজ বুধবার (১৭ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ৭৪ জন যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

চট্টগ্রাম থেকে ফ্লাইটটি ১ ঘণ্টা ১০ মিনিটে সিলেট পৌঁছাবে। এরপর আবার চট্টগ্রাম ফিরবে। চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুই দিন এই ফ্লাইট পরিচালনা করবে বিমান।

প্রথম দিনে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং অনবোর্ড লটারি করে বিজয়ী নির্ধারণ করেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আজ যারা টিকিট কিনেছেন তারা ১৭ শতাংশ ছাড় পেয়েছেন।

বিমান সূত্র জানায়, যাত্রীরা বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন। বিস্তারিত তথ্য www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৯৯০৯৯৭৯৯৭ যোগাযোগ করে জানা যাবে।

আরো সংবাদ