স্বাধীনদেশ টেলিভিশন

দুবাইয়ের ভ্যাকসিন ছুটির খবরটা গুজব !

ব্রিটেনের একটি সংবাদ মাধ্যম দাবি করেছিল, দুবাইয়ে বিশেষ প্যাকেজে বেড়াতে গেলে পর্যটকেরা করোনা ভ্যাকসিন দিতে পারবেন৷ তবে ট্র্যাভেল এজেন্টরা বলছেন, খবরটি ঠিক নয়৷ খবর ডয়সে ভেলে

অবশ্য একাধিক ট্র্যাভেল এজেন্সির সঙ্গে কথা বলে ডয়চে ভেলে জানতে পেরেছে, আমীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এমন ব্যক্তি ভবিষ্যতে এ সুযোগ পেতেও পারেন৷

ব্রিটেনের কয়েকটি সংবাদ মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে জার্মানির এক ট্র্যাভেল এজেন্ট ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা মিডিয়া হাইপ৷ দুবাইতে কোনো ভ্যাকসিন ট্যুরিজম নেই- অন্তত এখন পর্যন্ত নেই৷’’ একই বিষয়ে দুবাইয়ের এক ট্যুরিজম অপারেটরের বক্তব্য, ‘‘এখানে শুধু আমীরাতের অধিবাসীরাই টিকা নিতে পারবেন৷’’ কোনো পর্যটক দুবাইতে গিয়ে টিকা নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি দাবি করেন, এ বিষয়ে তার কিছু জানা নেই, তাই প্রয়োজনীয় তথ্যের জন্য স্বাস্থ্য বিষয়ক রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি৷

গত ডিসেম্বরে দুবাইতেকরোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে এক কোটি নাগরিকের শতকরা ৬০ ভাগকেই টিকা দেয়া হয়েছে৷

দুবাইয়ে কর্মরত জার্মান ট্যাভেল অপারেটর ওলাফ ফে মনে করেন, সব নাগরিককে টিকাদেয়ার পর সরকার ভ্যাকসিন ট্যুরিজমের বিষয়টি বিবেচনায় নিলে মন্দ হবে না৷ জার্মানির ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে পত্রিকাকে তিনি বলেন, ‘‘দুবাইয়ের সব নাগরিককে টিকা দেয়া শেষ হলে পরিস্থিতি বদলে যাবে৷ কর্তৃপক্ষ স্মার্ট হলে তখন পর্যটনকে চাঙা করার কাজে ভ্যাকসিনকে ব্যবহার করতেই পারে৷’

আরো সংবাদ