স্বাধীনদেশ টেলিভিশন

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করেছেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী ও রাষ্ট্রদূত আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে জার্মানির কারিগরি সহায়তা, বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

এ সময় টাংগাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো সংবাদ