স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪শ’ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সংক্রমণ হার ১৫ দশমিক ০২ শতাংশ।

আজ বুধবার সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর সাতটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ২ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৪১৪ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ৩৭৩ জন ও জেলার ১৪ উপজেলার ১৩ টিতে ৪১ জন।

জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ৪২ হাজার ৭১৫ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৩৪ হাজার ১৯৪ জন ও গ্রামের ৮ হাজার ৫২১ জন।

গতকাল করোনায় তিন রোগী মারা যান। মৃতের সংখ্যা এখন ৪শ’ জন। এতে শহরের বাসিন্দা ২৯৪ জন ও গ্রামের ১০৬ জন।

উল্লেখ্য, গতকাল টানা দ্বিতীয় দিনের মতো নতুন আক্রান্তের সংখ্যা চারশ’র বেশি শনাক্ত হয়েছে। এর আগের দিন সোমবার ৪৯৪ জনের সংক্রমণ ধরা পড়ে।

করোনাকালের সর্বোচ্চ সংক্রমণও এ মাসের প্রথম দিন, ৫১৮ জন। অন্যদিকে, ২ এপ্রিল ছাড়া প্রতিদিনই এক বা একাধিক রোগীর মৃত্যু হয়েছে। সর্বোচ্চ ৪ জন মারা যান ৩ এপ্রিল। চলতি মাসের ৬ দিনে ১১ করোনা রোগী মৃত্যুবরণ করেন।

আরো সংবাদ