স্বাধীনদেশ টেলিভিশন

করোনার নমুনা দিয়েছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে।

তার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে শনিবার (১০ এপ্রিল) বিকাল ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় তিনি এ নমুনা দেন।

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বাসার বাইরে থেকে এখন কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এমনকি নিকটাত্মীয়দের আসা-যাওয়াও সীমিত করা হয়েছে।

বিকাল ৩টার দিকে ল্যাবএইডের টেকনোলজিস্ট মো. সবুজ তার বাসায় প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও বাসায় যান।

দেশে আবারো করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া স্বাস্থ্য সুরক্ষার দিকে অধিক মনোযোগী হয়েছেন।

তার বাসার নিচতলা থেকে শুরু করে দ্বিতীয়তলা পর্যন্ত প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জীবাণুনাশক ছিটানো হয়।

এছাড়া কাজের মেয়ে ফাতেমা ও একজন নার্স ছাড়া আর কাউকে তার ধারেকাছে যেতে দেয়া হয় না। আর তারাও স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে খাবার ও ওষুধ সেবনসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন।

এ সময় তার উপস্থিতিতে খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ এবং ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

আরো সংবাদ