স্বাধীনদেশ টেলিভিশন

হাটহাজারীতে ‘ভালোবাসার থলে’পেল ১০০ পরিবহন শ্রমিক

চট্টগ্রামের হাটহাজারীতে ১০০ পরিবহন শ্রমিকের হাতে ‘ভালোবাসার থলে’ তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। যেখানে ছিল চাল, ছোলা, চিনি, চিঁড়া, পেঁয়াজ, তেল মিলে ২০ কেজি নিত্যপণ্য।

সর্বাত্মক লকডাউনের ফলে অসহায় হয়ে পড়া পরিবহন শ্রমিকের সহযোগিতা দিতে এ উদ্যোগি নেয় উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ এপ্রিল) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরের সামনে রাখা ‘ভালোবাসার থলে’ পরিবহন শ্রমিকরা এসে হাসিমুখে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, যেসব গণপরিবহন প্রকৃত লকডাউনের আওতায় রয়েছে, সেগুলোর শ্রমিক এবং যারা দৈনিক বেতনের কর্মচারী ছিলেন তাদের এ সহায়তা দেওয়া হয়েছে।

নাঙলমোড়া ইউনিয়নের একজন বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা প্রশাসনের এ কাজে সহায়তা করেন বলে জানান তিনি।

আরো সংবাদ