স্বাধীনদেশ টেলিভিশন

ক্যান্ডিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-শ্রীলংকার বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটু পরেই খেলা শুরু হবে। টস ভাগ্য সহায় হয়েছে টাইগার অধিনায়ক মুমিনুল হকের। টস জিতেই ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।

ক্যান্ডিতে ৫ জন বোলার নিয়ে মাঠে নামছে টাইগাররা। তার মধ্যে তিন জন পেসার। বাকি দুজন স্পিনার। অলরাউন্ডারের ভূমিকায় মেহেদী হাসান মিরাজ ব্যাট করবেন ৭ নম্বরে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে প্রথম পয়েন্টের খোঁজে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী ।

শ্রীলঙ্কার টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, দাসুন শনাকা, পাথুম নিসানকা, ওশাদা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্ডো, সুরাঙ্গা লাকমাল, রোশেন সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রম, লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্ডো।

আরো সংবাদ