স্বাধীনদেশ টেলিভিশন

রোববার থেকে চালু হচ্ছে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট

করোনার মধ্যে ছুটিতে দেশে এসে আটকে পড়া বাহরাইন ও কুয়েত প্রবাসীদের ফেরাতে রোববার (২৫ এপ্রিল) থেকে ‘বিশেষ বিবেচনায়’ ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান এম মফিদুর রহমান।

তিনি বলেন, করোনা মহামারীর মধ্যে দেশে আটকে পড়া প্রবাসীদের কথা চিন্তা করে বেবিচক জাজিরা এয়ারওয়েজকে ঢাকা থেকে কুয়েত এবং গালফ এয়ারকে ঢাকা থেকে বাহরাইনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

তিনি জানান, ২৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হলেও প্রয়োজনে ফ্লাইট পরিচালনার সময়সীমা বাড়ানো হবে।

এজন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেয়া নির্দেশনা পরিপালন করতে হবে বলে জানান তিনি।

আরো সংবাদ