স্বাধীনদেশ টেলিভিশন

মক্কায় দৈনিক ১০ হাজার রোজাদারকে বিনামূল্যে ইফতার বিতরণ

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে প্রথম ১৫ রোজায় প্রায় এক ১৫ হাজার রোজাদার ব্যক্তিকে বিনামূল্যে ইফতার ও রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। এই কাজ টি করেছে দেশটির স্বেচ্ছাসেবী সংগঠন ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

জানা যায়, পবিত্র নগরীতে বসবাসরত শিক্ষার্থী, বিদেশি কর্মী এবং অভাবগ্রস্তদের মধ্যে এ খাবার সরবরাহ করা হয়েছে।

এ প্রসঙ্গে ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশনের পরিচালক আহমেদ আল-মাতরাফি জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বাসিন্দারা মক্কা নগরীর ২৫টি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে ইফতার ও রান্না করা গরম খাবার।

মূলত পরিবার-পরিজনকে ছেড়ে যেসব মানুষ পবিত্র মক্কায় একা বসবাস করছেন, তাদের সেবা দিতেই এ উদ্যোগ বলে জানান সংস্থাটির পরিচালক।

জানা যায়, এই স্বেচ্ছাশ্রমের জন্য প্রতিদিন ৪৭টি গাড়ি ব্যবহৃত হয়। এসব গাড়িতে আছে খাবার গরম করার ওভেন এবং পানি ও জুস ঠাণ্ডা রাখার জন্য ফ্রিজ।

প্রতিদিন ইফতারির আগে এসব গাড়িতে করে স্বেচ্ছসেবীরা বাড়ি বাড়ি গিয়ে পানি, জুস, খেজুর ও সৌদি আরবের ঐতিহ্যবাহী রান্না করা খাবার দিয়ে আসছে।

আরো সংবাদ