স্বাধীনদেশ টেলিভিশন

হালদায় অভিযান: দুটি বালুভর্তি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালুভর্তি দুটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করেছে রাউজান উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও রাউজান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

অভিযানের সময় আইডিএফের কর্মকর্তাগণ ও আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।

রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১লা মে শনিবার দুপুর সাড়ে ১২টা উপজেলার সর্ত্তারঘাট থেকে অভিযান শুরু হয়ে ২টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে চলা অভিযানে হালদা নদীর পশ্চিম গহিরা ও স্টিল ব্রিজের নিচে থেকে বালুভর্তি দুইটি ইঞ্জিনচালিত নৌকা নদীতে ডুবিয়ে ধ্বংস করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ