স্বাধীনদেশ টেলিভিশন

করোনা থেকে মুক্তি চেয়ে জুমাতুল বিদায় বিশেষ দোয়া

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার (৭ মে) সারাদেশে পবিত্র জুমাতুল বিদা আদায় হয়েছে। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর দরবারে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসীকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ দোয়া করেন। এ সময় অনেক মুসল্লিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

শুক্রবার (৭ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতে করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে দোয়া করেন ইমাম, খতিবসহ ধর্মপ্রাণ মুসল্লিরা। একইভাবে দোয়া করা হয় সারা দেশের সব মসজিদেও।

জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আলবিদা, আল বিদা, ইয়া শাহরি রামাদান। অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান।’ জুমা শেষে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা। মসজিদের ইমাম ও খতিবরা করোনার সংক্রমণ থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন। পবিত্র রমজান ও জুমাতুল বিদার উছিলায় মহামারি করোনা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন তিনি।

নামাজ শেষে মুসল্লিরা বলেন, সময়টা খুব খারাপ যাচ্ছে। করোনায় বিপর্যস্ত বিশ্ব। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে দোয়া করেছি। তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, রক্ষা করেন। এই কঠিন পরিস্থিতি থেকে যেন মুক্ত করে দেন।

এদিকে জুমাতুল বিদা আদায় এবং পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদসহ বন্দরনগরীর সব মসজিদে। ইমাম ও খতিবরা করোনামুক্তি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন। মুসল্লিরাও কেঁদেকেটে আল্লাহর কাছে বিশেষ রহমত কামনা করেন।

এছাড়া রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর ও বরিশালসহ সারাদেশে বিশেষ গুরুত্ব দিয়ে এবারের জুমাতুল বিদা আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।মসজিদে মসজিদে বিশেষ মোনাজাতে করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে দোয়া করেন ইমাম, খতিবসহ সব শ্রেণিপেশার মানুষ। অধিকাংশ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে শেষ জুমা আদায় করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে ‘জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করে ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। করোনার সংক্রমণ থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে ২৪ রমজান (৭ মে) পবিত্র জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম, মুসল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

আরো সংবাদ