স্বাধীনদেশ টেলিভিশন

ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনীদের সংঘর্ষ, আহত ১৮৪

ইসরাইল অধিকৃত পশ্চিম জেরুজালেমের আল আকসা মসজিদ ও এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনীদের সঙ্গে ইসরাইলী পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭৮ ফিলিস্তিনী আহত হয়েছেন। যার মধ্যে ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। অন্যদিকে ৮ ইসরাইলী পুলিশও আহত হয়েছেন এ ঘটনায়। খবর আল জাজিরা।

শুক্রবার (৭ মে) এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আল জাজিরা জানায়, জুমাতুল বিদা উপলেক্ষ্য এদিন হাজার হাজার ফিলিস্তিনী জড়ো হন আল আকসা মসজিদে। এসময় তারা মসজিদের বাইরে জেরুজালেমে ইহুদী বসতি স্থাপনের বিরোধিতা করে বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনীদের ওপর হামলা চালায় ইসরাইলী পুলিশ। এসময় উভয়পক্ষেরে মধ্যে সংঘর্ষ বাঁধে। ইসরায়েলি পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করে ও ফিলিস্তিনীদের গণগ্রেপ্তার শুরু করে। তারা মসজিদের ভেতরে ঢুকেও টিয়ার শেল নিক্ষেপ ও ধরপাকড় করে।

আরো সংবাদ