স্বাধীনদেশ টেলিভিশন

এবারও লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান

লেবার পার্টি প্রার্থীর হিসেবে যুক্তরাজ্যের লন্ডন শহরের মেয়র পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত রাজনীতিক সাদিক খান।

রবিবার (৯ মে) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জানা গেছে, সাদিক খান ভোট পেয়েছেন ১২ লাখ ৬ হাজার ৩৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী সাউন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট।

মেয়র পদে পুরনায় নির্বাচিত হওয়ার পর ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন সাদিক খান। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ধন্যবাদ লন্ডন। আরও তিন বছর আমার ভালোবাসার লন্ডন শহরের সেবা করার সুযোগ পাওয়াটা আমার জীবনের সেরা সম্মান।’

২০১৬ সালে প্রথম মুসলিম হিসেবে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছিলেন সাদিক খান। এছাড়া লন্ডনের ইতিহাসে তিনিই প্রথম এশিয়ান বংশোদ্ভূত কোনো মেয়র। পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের জন্ম ১৯৭০ সালের ৮ অক্টোবর সাউথ লন্ডনে হলেও ১৯৪৭ সালের দিকে তার পরিবার যুক্তরাজ্যে অভিবাসী হয়েছিলেন।

আরো সংবাদ