স্বাধীনদেশ টেলিভিশন

লাইলাতুল কদরের রাতে মুসল্লিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের আবারো সহিংসতা

একদিকে জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদে পবিত্র লাইলাতুল কদরের নামাজ আদায় করছেন প্রায় ১০ হাজার মুসল্লি। অন্যদিকে, মসজিদের বাহিরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সহিংসতা চলছে।

শনিবার (৮ মে) রাতে হওয়া এ সহিংসতায় কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক বছর বয়সী শিশুও আছে। গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রবিবার (৯ মে) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে ফিলিস্তিনি যুবকরা রাস্তায় পাথর নিক্ষেপ করে, আগুন জ্বালায়, রাস্তায় পুলিশি ব্যারিকেড ছিঁড়ে দেয়। জবাবে ইসরায়েলি পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে। এ ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।

২৭ বছর বয়সী ফিলিস্তিনি নাগরিক মাহমুদ আল মারবুয়া বলেন, ইসরায়েলি বাহিনী আমাদের ইবাদত করতে দিচ্ছে না। প্রতিদিনই এখানে সহিংসতা হচ্ছে, তারা আক্রমণ করছে। দেখুন, কীভাবে তারা আমাদের ওপর গুলি চালাচ্ছে। আমরা কীভাবে বেঁচে থাকবো?

পবিত্র রমজান মাসের শুরু থেকেই জেরুজালেমের অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনি জনগণ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। গত শুক্রবার বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ইসরায়েলি পুলিশ এবং ২০৫ জন ফিলিস্থিনি নাগরিক আহত হয়েছেন। শনিবার সেখানে আবারও সংঘর্ষ হলো।

আরো সংবাদ