স্বাধীনদেশ টেলিভিশন

হালদায় অভিযান চালিয়ে আড়াই হাজার মিটার জাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

উপজেলা প্রশাসন জানায়, এপ্রিল মাস থেকে হালদায় প্রজনন মৌসুম শুরু হয়েছে। এ জন্য নদীতে মা মাছ আসা শুরু করেছে। নদীকে ঘিরে থাকা একটি অসাধু চক্র মাছ শিকারে তৎপর। তাই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

হাটহাজারী ইউএনও রুহুল আমিন বলেন, আজ ভোরে নদীর সাত্তারঘাট থেকে সমিতির হাট পর্যন্ত অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ